ইরাক-সিরিয়ার সাম্প্রতিক ধ্বংশযজ্ঞের দায় বৃটিশ ডীপ স্টেটের

বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াব সলিমুল্লাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তান আন্দোলনের প্রধাণ অর্থদাতা ইস্পাহানী ও আগা খান – এরা সবাই শিয়া ছিলেন। হানাফী বুজুর্গ হযরত আশরাফ আলী থানবী (রঃ), আহলে হাদীস নেতা মরহুম আব্দুল্লাহীল বাকী ও কাফী সাহেবদ্বয় জিন্নাহর নেতৃত্বের সমর্থক ছিলেন, আহলে হাদীস নেতা মরহুম মওলানা আকরাম খান সাহেব মুসলিম লীগের অন্যতম নেতা ছিলেন। ইরাণে ইসলামী বিপ্লব পাশ্চাত্য ও বস্তুবাদের মোকাবিলায় আল্লাহর মদদে তৌহীদের ভিত্তিতে ইসলামের বিজয়। বৃটিশ ডীপ স্টেট ইসলামের উত্থান ঠেকানোর জন্য গাল্ফ কপারেশন কাউন্সিল গঠন করে শিয়া- সুন্নী মতপার্থক্যকে শত্রুতায় পরিণত করার প্রকল্প প্রণয়ন করে। দাএশ বা আইএস সেই প্রকল্পের সৃষ্টি। ইরাক ও সিরিয়ার সাম্প্রতিক ধ্বংশযজ্ঞ ও হত্যাযজ্ঞের জন্য দায়ী বৃটিশ ডীপ স্টেট ও তার ক্রীড়নকেরা। – Kazi Azizul Huq