তুরাগ নদী প্রতিকী পরিচ্ছন্নতা কার্যক্রম ২৯ মার্চ

ক্লিন রিভার বাংলাদেশ বিগত ১ বছরে তার দুই শতাধিক সেচ্ছাসেবীদের নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের ২০টি দূষিত ও দখলকৃত নদী সহ নদী দূষনরোধে জনসচেতনতা বৃদ্ধি,নদী পর্যবেক্ষন ও প্রতিকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্লিন রিভার বাংলাদেশ আগামী ২৯ মার্চ ২০১৯ শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা তুরাগ নদীর পাড়ে (বি আই ডব্লিউ টি এ ল্যান্ডিং স্টেশন, সিন্নির ড্যাক এলাকা। মিরপুর ১, ঢাকা ) তুরাগ নদী সরেজমিন পরিদর্শন করে নদী পর্যবেক্ষন, তুরাগ নদী দূষনরোধে নদী পাড়ে মানুষের মাঝে নদীর দখল ও দূষনরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিকী পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করেছে।
সোহাগ মহাজন, প্রধান নির্বাহী, ক্লিন রিভার বাংলাদেশ