বিশেষ বার্তা-চট্টগ্রাম-৮ স্বতন্ত্র প্রার্থী

আমি এমদাদুল হক চট্রগ্রাম ৮ আসনে ইনসানিয়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। আমার আসনে ক্ষমতাসীন দলের নজিরবিহীন সন্ত্রাস ও একচেটিয়া কেন্দ্র জবরদখলের মাধ্যমে নির্বাচনের নামে মারাত্মক প্রহসন সংগঠিত হয়েছে।০১) আমাদের ভোটারদের মধ্যে ভয়াবহ আতংক ও এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে,
০২) সর্বত্র সশস্ত্র দলীয় বাহিনী লেলিয়ে জঘন্য ত্রাসের পরিবেশ তৈরি করে এবং আমাদের ভোটারদের এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে,
০৩) ভোট কেন্দ্রে আসতে আমাদের ভোটারদের হুমকি দিয়ে বাধা দেয়া হয়েছে এমনকি বাড়ি ঘর থেকে বের হতে বাধা দেয়া হয়েছে,
০৪) অনেকে কোন রকমে বেরিয়ে আসার পরও ভোট দিতে দেয়া হয়নি,
০৫) অনেক কেন্দ্রে এজেন্ট দিতে দেয়া হয়নি,
০৬) কিছু কেন্দ্রে এজেন্ট দেয়া হলেও তাদের বের করে দেয়া হয়েছে,
০৮) নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কে বলে কোন প্রতিকার পাওয়া যায়নি,
ভোট দেয়া তথা জণগণের নিজেদের সরকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের অধিকার মূল নাগরিক অধিকার যা আজ রূদ্ধ ও ছিনতাই হয়ে গিয়েছে। নির্বাচনের নামে যা হয়েছে তা কোন মাপকাঠিতেই নির্বচন নয় বরং নির্বাচনের নামে মারাত্মক জালিয়াতি মাত্র। এ তথাকথিত প্রহসনের নির্বাচনের নামে জনমতের কোন প্রতিফলন ঘটতে দেয় হয়নি। এ ভুয়া নির্বাচনের মাধ্যমে জনমত রূদ্ধ ও ছিনতাই করে নেয়া হয়েছে। এহেন প্রহসনের নির্বাচন সংবিধান বিরোধী ও রাষ্ট্র বিরোধী যা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে।
জনগণকে ধোকা দিয়ে সাজানো এ প্রহসনের নির্বাচন ও এ অবৈধ ফলাফল আমরা প্রত্যাখান করছি। রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা ইনসানিয়াত সংসদ ভেঙ্গে পুন:নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। পূর্ববর্তী সংসদ বহাল রেখে ক্ষমতাশীস এমপির অবৈধ হস্তাক্ষেপের মধ্যে কোন মতেই সুষ্ট নির্বাচন হবে না।
আমার আসনে জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিতে পারে নি এবং জনমতের কোন প্রতিফলন ঘটেনি বরং যা ঘটানো হয়েছে তা জনমতের বিপরীত। আমার আসনের জনগণ ইনসানিয়াত বিপ্লবকে ভোট দিয়ে সকল দুর্দশার উৎস গোষ্ঠীবাদি অপরাজনীতি প্রত্যাখান করে সব মানুষের অধীকার-স্বাধীনতা-নিরাপত্তা ভিত্তিক মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র চেয়েছিল।
আমরা ইনসানিয়াত জনগণের নাগরিকত্ব ও সার্বিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে গোষ্ঠীবাদি স্বৈরতা থেকে রক্ষায় জনগণকে সাথে নিয়ে মানবতার রাজনীতির সাধনা অব্যহত রাখবো।
সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমরা যে কোন বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে প্রস্তুত ছিলাম, কিন্তু সাজানো জালিয়াতির মাধ্যমে নির্বাচিত ঘোষিত প্রার্থীকে গ্রহন করা জনমতের প্রতি অশ্রদ্ধা এবং গণতন্ত্র ও মানবাধিকার অস্বীকার হয়ে যায়। – প্রেস বিজ্ঞপ্তি