ভারত বিটি বেগুনের তথ্য জানতে চায়

ভারতের নিষিদ্ধ বিটি বেগুনের বাংলাদেশে উৎপাদনবিষয়ক সব ধরনের তথ্য জানতে চায় ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রণালয় থেকে বাংলাদেশে চিঠি পাঠিয়ে এ তথ্য জানতে চেয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপরাইজাল কমিটি (জিইএসি) জেনেটিক্যালি মডিফাইড (জিএম) সব্জির ওপর গবেষণার অংশ হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ (আইসিআর)-এর মাধ্যমে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (বারি) এর কাছে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে। জানা যায়, ২০১০ সাল থেকে বিটি বেগুন ভারতে চাষাবাদ নিষিদ্ধ। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে ২০১৩ সাল থেকে এই বিটি বেগুনের চাষাবাদ শুরু হয়। পরিবেশের ক্ষতির আশঙ্কায় নিষেধাজ্ঞা দেওয়া হলেও দীর্ঘ গবেষণার পর বিটি বেগুনে পরিবেশের তেমন কোনো ক্ষতিকর দিক খুঁজে পায়নি ভারতের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপরাইজাল কমিটি (জিইএসি)। কিন্তু দীর্ঘ মেয়াদে ক্ষতির আশঙ্কায় এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সে প্রেক্ষিতেই গবেষণার জন্য মাঠ পর্যায়ের তথ্য চাইছে ভারত। – সূত্র, বাংলাদেশ প্রতিদিন।