লন্ডনে জিসিএমের ২৮ ডিসেম্বর বার্ষিক সভার সামনে বিক্ষোভ আহবান

লন্ডনভিত্তিক গ্লোবাল কোল ম্যানেজমেন্টের(সাবেক এশিয়া এনার্জি) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভার সামনে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা, ফুলবাড়ী সলিডারিটি গ্রুপ ও রিক্লেইম দা পাওয়ার বিক্ষোভ কর্মসূচি আহবান করেছে। ঐ দিন সকাল ১০টায় সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাসের ৩৩ ক্যাভেনডিস স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। জিসিএম কর্তৃক বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীতে জোরপূর্বক উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রচেষ্টা এখনো অব্যাহত রাখা, ফুলবাড়ী প্রতিরোধ আন্দোলনের ২৬ জন নেতার নামে জিসিএম কর্তৃক মামলা দায়ের ও হয়রানি এবং অতিসম্প্রতি পাওয়ার কনস্ট্রাকসন কর্পোরেশন অব চায়নার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে এবছর বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, ২০০৬ সালে ফুলবাড়ীর জনগণের এক রক্তক্ষয়ী সংগ্রাম ও পুলিশের গুলিতে তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে তদানীন্তন এশিয়া এনার্জি বাংলাদেশ থেকে বিতাড়িত হয় ।ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে ১ লক্ষ ৩০ হাজার পরিবার বাস্তুচ্যূত হবে, ১৪ হাজার হেক্টর উর্বর কৃষি জমি ও ৫০ হাজার জলাশয় ধ্বংস হবে। সমগ্র এলাকা শুকিয়ে ফেলার জন্য ৩৫ বছর অবিরাম সেচের ফলে এ অঞ্চলের পানি স্তর নীচে নামা সহ পরিচ্ছন্ন পানির অভাব দেখা দেবে। ফলে বড় ধরনের পরিবেশ ও প্রতিবেশগত বিপর্যয় সাথে মানবিক বিপর্যয়ও নেমে আসবে।এ ছাড়াও বাংলাদেশের জন্য মাত্র ৬ % অংশীদারীত্বে ফুলবাড়ী চুক্তি করা হয়েছিলো।
বিক্ষোভে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা, ফুলবাড়ী সলিডারিটি গ্রুপ, রিক্লেইম দা পাওয়ার, লন্ডন মাইনিং নেটওয়ার্ক, ফয়েল ভেডান্ট ও এক্সটিংকসন রেবেলিয়ন অংশ নেবে। এ ছাড়াও বার্ষিক সাধারণ সভার ভেতর বিক্ষোভকারীদের পক্ষে প্রক্সি শেয়ার হোল্ডাররা অংশ নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন।
বার্তা প্রেরক -আখতার সোবহান মাসরুর, সদস্য সচিব, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি, যুক্তরাজ্য শাখা