এম জাহিদুল হক
তুমি আঘাত হানবে বলে, ‘আম্পান’
কৃষাণ-কৃষাণী ফেরেনি এখনো বাড়ি,
তোমার ভয়ংকর গ্রাস থেকে বাঁচাতে
বাঁধছে মাঠে পাঁকা ধানের আঁটি !তুমি আঘাত হানবে বলে, ‘আম্পান’
ভাইরাস করোনাও বাড়াচ্ছে প্রস্তুতি
করতে আক্রান্ত মানুষ-জনে
ঘূর্ণি ঝড়ের আশ্রায়নে ৷
তুমি আঘাত হানবে বলে, ‘আম্পান’
উপকূলের মানুষগুলো-
কাটাচ্ছে প্রহর ভয়ে ভয়ে
না জানি কিভাবে তুমি এগিয়ে যাবে
সকলকিছু দলিয়ে-মুড়িয়ে !
তুমি আঘাত হানবে বলে, ‘আম্পান’
গবাদিপশু, হাঁস-মুরগি, কুকুর-বেড়াল
ছুটছে সবাই আশ্রয় জোনে
তোমার ভয়াল থাবা থেকে
একটুখানি রক্ষা পেতে ৷
এমনটি কি হয়না ‘আম্পান’ —
হানলে আঘাত তুমি আমার দেশে
করলে না ক্ষতি কারো শেষে
চলে গেলে আপন পথে !