ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। নির্বাচনী মাঠে এককভাবে গোল দিয়ে বাহবা নিচ্ছে। উপজেলা নির্বাচনগুলোতে কোন ভোটার নেই। মিডিয়াগুলোতে শিরোনাম হচ্ছে ‘ভোটে খরা চলছে’। এগুলো কিসের আলামত। জনগণকে কোনভাবেই সরকার ভোটকেন্দ্রে নিতে পারছে না। তিনি বলেন, ভোটে মানুষের অনাগ্রহ, বা ভোটে না যাওয়া আওয়ামী লীগের এক বড় অর্জন? পীর সাহেব বলেন, ৩০ ডিসেম্বর জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এদেশের ১৭ কোটি জনগণের নাগরিক অধিকার হরণ করে সাময়িক পার পেলেও তার আখের ভাল নয়। ৩০ ডিসেম্বরের ধারাবাহিকতায় ঢাকা সিটি উত্তর, ডাকসু, উপজেলা আর নির্বাচনে ভোট আছে ভোটার নেই। দেশের মানুষ ভোটকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরির কথা এক হাজার বছর বক্তব্য দিয়েও হয়তো জনগণকে বুঝানো যেতো না। কিন্তু ৩০ ডিসেম্বরের একদিনের নির্বাচনেই জনগণ চিনে ফেলেছে। আওয়ামী লীগকে আর কখনো জনগণ বিশ্বাস করবে না।
Related Posts
May 16, 2021