‘আগরতলা বিমান বন্দরের জন্য জমি দিলে সাব’ভৌমত্ব বিপন্ন হবে’

২৪ আগষ্ট,২০১৯, শনবিার সকালে জাতীয় প্রসেক্লাবরে সামনে “আগরতলা বিমান বন্দররে জন্য বাংলাদশেরে জমির আবদার কৃত ভারতীয় প্রস্তাবে সম্মত না হবার দাবতিে ” অনুষ্ঠিত মানববন্ধনে নতেৃবৃন্দ বলনে, ” ভারত আগরতলা বিমান বন্দরের জন্য জমির আবদার করে প্রস্তাব দিয়েছে। আগরতলা বমিান বন্দররে সম্প্রসারনরে জন্য ভারতকে বাংলাদশে জমি দলিে স্বাধীনতা ও সাব’ভৌমত্ন বপিন্ন হব।ে ইসলামী ঐক্যজোটরে র্শীষ নতো বীর মুক্তযিোদ্ধা মাওলানা শওকত আমীনরে সভাপতত্বিে এতে প্রধান অতথিি ছলিনে জময়িতে উলামায়ে ইসলামরে নায়বেে আমীর মাওলানা জহীরুল হক ও প্রধান বক্তা ছলিনে মুক্তযিোদ্ধা কমান্ডার কাজী সলেমি । নতেৃবৃন্দ বলনে, “ভারত আমাদরে থকেে নতিে জান,ে দতিে জানে না।” তারা স্বাধীনতা ও সাব’ভৌমত্বরে বরিুদ্ধে যকোেনাে চক্রান্তরে বষিয়ে সরকার ও জনগনকে সতক’ থাকার জন্য জোরালো আহবান জানয়িছেনে। তারা বলনে, “ভারতরে চরম উগ্র সাম্প্রদায়কি মৌলবাদী মৌদী সরকার জম্মু ও কাশ্মীরসহ সমগ্র ভারতরে মুসলমানদরে উপর জঘন্য হত্যাকান্ড,জুলুম-নযিা’তন চালয়িে যাচ্ছ।ে এর প্রতকিার ও প্রতরিোধরে জন্য জাতীয় ও আর্ন্তজাতকি মহলকে সক্রযি় ও সোচ্চার হতে হবে এবং মুসলমি দশেসমূহ কে ইমান ও একতার বলে বলীয়ান হয়ে মুসলমি জাতসিংঘ গঠন করতে হব।ে ” মানববন্ধনে আরও বক্তব্য রাখনে ঐক্যজোটরে যুগ্ম মহাসচবি মুফতি মামুনুর রশীদ , আমীর আলী হাওলাদার, জোটরে মহানগর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, জাকারিয়া হোসাইন দেলোয়ার প্রমূখো।
বার্তা প্রেরক – মাওলানা আনোয়ার হোসেন আনসারী, সাধারণ সম্পাদক, ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর