অবিলম্বে ফ্রান্স সরকারকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে – হেফাজত

ফ্রান্সে সরকারী পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ন্যাক্কারজনক ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বানে স্মরণকালের বিশাল মিছিলপূর্ব ঐতিহাসিক গণজমায়েতে নেতৃবৃন্দ বলেন, রাসূল (সা.)এর শানে ফ্রান্স সরকার যে জঘন্যতম বেয়াদবি করেছে, তা মুসলিম জাতি কোনভাবেই বরদাশত করতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর কাছে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকারকে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নসহ দেশটির সকল পণ্য সরকারীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি রাসূলপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের উদাত্ত্ব আহ্বান জানান।
আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট হতে শুরু হওয়া ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচীর ঐতিহাসিক সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী। সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও মাওলানা ফয়সাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি মাসউদুল করীম, মাওলানা আবদুল কুদ্দুস (মানিক নগর), মাওলানা হাসান জামিল, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মাওলানা জসীম উদ্দিন, মাওলানা ফজলুর রহমান মুন্সী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সুলতান মহিউদ্দীন, মুফতি নাছির উদ্দিন খান প্রমুখ।
হেফাজতে ইসলামের পূর্বঘোষিত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচীতে শরীক হতে ঢাকার বিভিন্ন এলাকা হতে সকাল ৭টা থেকেই লোক জমায়েত শুরু হতে থাকে। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার পূর্বেই দৈনিক বাংলা মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন, মুক্তাঙ্গন, প্রেসক্লাব, বিজয় নগর, কাকরাইল, শান্তি নগর হয়ে মালিবাগ মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়।
সমাবেশ স্থলে হেফাজত নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশী বাধার কারণে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে আসতে পারেননি।
বার্তা প্রেরক: মাওলানা ফজলুল করীম কাসেমী, মিডিয় সেল প্রধান, সমমনা ইসলামী দলসমূহ