“আলোর স্মরণে কাটুক আঁধার” অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ

মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নারীপক্ষ ১৯৮৮ সাল থেকে বিজয় দিবসের প্রাক্কালে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে আয়োজন করে আসছে “আলোর স্মরণে কাটুক আঁধার” অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য “মুক্তিযুদ্ধ ও ইহজাগতিক রাষ্ট্রের স্বপ্ন”।

কোভিড ১৯ পরিস্থিতির কারণে আগামী মঙ্গলবার, ৩০ অগ্রহায়ণ ১৪২৭/১৫ ডিসেম্বর ২০২০ নারীপক্ষ মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে ভার্চুয়াল সফটওয়ারের মাধ্যমে (জুম মিটিং) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে আপনার সবান্ধব অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
মাধ্যম : ভারচুয়াল সফ্টওয়ারের মাধ্যমে (জুম)
দিন : ৩০ অগ্রহায়ণ ১৪২৭/১৫ ডিসেম্বর ২০২০
ক্ষণ : রাত ৮.০০ থেকে ৯.৩০ পর্যন্ত
ধন্যবাদান্তে, মাহমুদা বেগম গিনি, সভানেত্রী, নারীপক্ষ