এখন দরিদ্র্যের দেশ নেই, এখন সম্ভাবনার বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, শিশুরা এখর আর পিছিয়ে নেই। নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ নিমার্নে ভূমিকা রাখছে। আগামীতে তারাই দেশ চালাবে। সরকার তাদের উন্নয়নে সবধরণের সহায়তা দিয়ে যাচ্ছে। এখন আর হত দরিদ্র্যের বাংলাদেশ নেই, এখন সম্ভাবনার বাংলাদেশ তৈরী হয়েছে।
মন্ত্রী আজ শনিবার (২০ এপ্রিল) বিকালে মগবাজার মধুবাগ খেলার মাঠে ইউসেপ টুইটা বোটফিল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, নতুন প্রজন্মের মেধা বিকাশ ঘটাতে হবে। সরকার সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ঘুরে দেখেছি- বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কোন প্রতিবন্ধকতা নেই। ইউসেফ পরিচালিত স্কুলগুলো দক্ষ জনশক্তি তৈরীতে অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন ইউসেপ বাংলাদেশ এর চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ, নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, রিজিওনাল ম্যানেজার এম. রিজওয়ান খান, রমনা-হাতিরঝিল থানা আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুররেজা খোকন, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহম্মদ শামশুদ্দিন সামসু, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াহিদুল হক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসেপ টুইটা বোটফিল্ড স্কুলের প্রধান শিক্ষক কাজী আফরোজা বেগম।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।