কবি আল-মাহমুদ আর নেই

১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১ টা ৫ মিনিটে বাংলাভাষার বরেণ্য ও শীর্ষকবি আল মাহমুদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ছেলে শরীফ মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকন্ঠের (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। উল্লেখ্য, তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।