করোনা পরীক্ষায় ধীরে চলা নীতি সর্বনাশ ডেকে আনবে -মুসলিম লীগ

সর্বদলীয় জাতিয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব
আইডিসিআর এর করোনা পরীক্ষায় ধীরে চলা নীতির কঠোর সমালোচনা করেছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃবৃন্দ। আজ দলের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রতিদিন করোনায় আক্রান্তের লক্ষণ নিয়ে কয়েক হাজার ফোন কল আইডিসিআর গ্রহণ করছেন অথচ তারা মূলত ঢাকা কেন্দ্রিক ১০০-১২০জনের পরীক্ষা করে আক্রান্তের পরিমাণ সীমিত রেখে কি প্রমাণ করতে চাইছেন তা জাতির বোধগম্য নয়। এখন পর্যন্ত করোনা পরীক্ষা ব্যবস্থা জেলা-উপজেলা পর্যায়ে তো দূরের কথা বিভাগীয় পর্যায়েও কার্যকর ভাবে বিস্তার ঘটানো সম্ভব হয়নি। নেতৃবৃন্দ করোনা সনাক্তকরণ পরীক্ষা ও চিকিৎসার সক্ষমতা সারা দেশে দ্রুততম সময়ে বিস্তারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের প্রতিরোধ সামগ্রী, করোনা পরীক্ষার কীট, চিকিৎসা সামগ্রী ইত্যাদি জরুরী ভিত্তিতে আমদানির আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইনে থাকা নিম্ন আয়ের নাগরিকদের জন্য রেশন ও ভাতার ব্যবস্থা এবং অতীব জরুরী কাজে অনন্যোপায় হয়ে রাস্তায় বেরোনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অস্থায়ী ডিজইনফেকশন চেম্বার স্থাপনের জরুরী উদ্যোগ নেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

BML secretary Kazi Abul Khair

অপ্রতুল সামগ্রী, অব্যবস্থাপনায় পরিপূর্ণ বিক্ষিপ্ত প্রতিরোধ মূলক ব্যবস্থা, সারাদেশকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে আর “অল্প পরীক্ষা-স্বল্প রোগী“ নীতি জাতির সর্বনাশ ডেকে আনবে। করোনা একটি ভয়াবহ আন্তর্জাতিক পর্যায়ের দুর্যোগ যা গোটা বিশ্বে একটি বহুমুখী ও দীর্ঘমেয়াদী চরম নেতিবাচক প্রভাব রেখে যাবে। জাতিয় ঐক্য ও একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র এ ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। একটি কার্যকরী জাতিয় ঐক্য তৈরির লক্ষ্যে ও সুনির্দিষ্ট-সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে, ভেদাভেদ ভুলে প্রথম সারির সকল রাজনৈতিক দল থেকে এক বা একাধিক প্রতিনিধি নিয়ে অবিলম্বে একটি “জাতিয় উপদেষ্টা পরিষদ” গঠনের প্রস্তাব দেন নেতৃবৃন্দ। – প্রেস বিজ্ঞপ্তি
সংবাদ প্রেরক, -কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব
.