করোনা ভাইরাস আল্লাহর গজব সকলকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে

করোনা ভাইরাসকে আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে একটি গজব স্বরূপ হিসেবে অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেন, জাতি যখন সীমাহীন পাপাচারে লিপ্ত এবং আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়, তখন আসমান থেকে যুগে যুগে আল্লাহ তায়ালা গজব দিয়ে জাতিকে হুশিয়ার করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, “জলে ও স্থলে যত বিপর্যয় তা, মানুষের অর্জিত ফল” কাজেই এ থেকে বাঁচতে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষকেও যেন আল্লাহ হেফাযত করেন এ জন্য সকলকে বেশি বেশি তওবা ইস্তেগফার এবং মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, চীনের উহঘুরে ২০ লক্ষাধিক মুসলমানকে সীমাহীন নির্যাতন করছে চীনা সরকার। শত শত মসজিদ বন্ধ ও ভেঙ্গে দিয়েছে। চীনা মুসলমানদের হিজাব নিষিদ্ধ ও হিজাব কেটে দিয়ে শরয়ী বিধানের সাথে চরম বেয়াদবি করেছে চীনা সরকার। এসকল বেয়াদবির কারণে চীনে এখন পুরুষরাও বোরকা পরিধান করে চলাফেরা করছে। আল্লাহ পাক বিশ্বের পরাশক্তি নমরুদ, ফেরাউন, সাদ্দাদকে সামান্য ছোট্ট প্রাণি দিয়ে চরম শিক্ষা দিয়েছেন। তিনি চীন সরকারকে আল্লাহর সাথে নাফরমানি পরিহার এবং তওবা করার আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে ইসলামে ফিরে না আসলে আল্লাহর গজবে নিপতিত হতে হবে।
বিমানবন্দরের কাওলার আশিয়ানগেটে ইসলামী মহাসম্মেলন কাল
মারকাযুস সুন্নাহ ঢাকা, বাংলাদেশ মুজাহিদ কমিটি বিমানবন্দর থানা ও এলাকাবাসীর উদ্যোগে আগামীকাল ১১ ফেব্রুয়ারী, মঙ্গলবার বাদ আসর থেকে আশিয়ান সিটি গেইট, কাওলার (কমিশনার কার্যালয় সংলগ্ন) বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বয়ান পেশ করবেন জামিয়াতুস সাহাবার মুহতামিম ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর, শাইখুল হাদীস মাওঃ রুহুল আমীন খান, মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা আনিছুর রহমান, মুফতী তাজুল ইসলাম। এছাড়া বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।