করোনা ভাইরাস নিয়ে সরকার দলীয় মন্ত্রীদের বক্তব্য শিষ্টচার বহির্ভূত -আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনা ভাইরাস নিয়ে সরকার দলীয় মন্ত্রীদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে নোংরা রাজনীতি পরিহার করে দেশ, ইসলাম ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি এক প্রভাবশালী মন্ত্রীর, ‘করোনা ভাইরাসের চেয়েও সরকার শক্তিশালী’ এধরণের বক্তব্যের প্রতিবাদে বলেন, এধরণের বক্তব্য ইসলামী শরীয়াহ’র খেলাফ। যেখানে সরকারী বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সরকারের ন্যুনতম কোন প্রস্তুতি নেই। সেখানে এধরণের বক্তব্য দেশবাসীকে মর্মামহত ও ব্যথিত করেছে। তিনি বলেন, যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন ক্ষুদ্র প্রাণি দিয়ে বড় শক্তিকেও ধ্বংস করে দিয়েছেন। কাজেই এধরণের আল্লাহ বিমুখ বক্তব্যে আল্লাহ নারাজ হবেন। মানুষ হিসেবে যে কোন বিপদ কিংবা মহামারীতেই সকলকে আল্লাহর উপর ভরসা রেখে সতর্কতা অবলম্বন করা উচিত। তা না করে বক্তব্যের ফলুঝুড়ি দিয়ে সাময়িক পার পেলেও তার আখের হয় অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নিয়ে দেশের মানুষ আতঙ্কিত। এমতাবস্থায় সরকারসহ সকলেরই উচিত আল্লাহর কাছে কৃত অপরাধের ক্ষমা এবং বাড়াবাড়ি না করা। কিছু দায়িত্বশীল ব্যক্তির অতিরঞ্জিত ও অনাকাঙ্খিত।
রোববার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা ইমতিয়াজ আলম উপস্থিত ছিলেন। – প্রেস বিজ্ঞপ্তি