গাজীপূর বলে দিবে সিলেট, রাজশাহী বরিশাল নির্বাচন কেমন হবে

পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনের উওপর নির্ভর করছে সিলেট, রাজশাহী ও বরিশাল নির্বাচন কেমন হবে।কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয় বর্তমান নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। তিনি বলেন দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তা বর্তমান নির্বাচন কমিশন প্রমান করেছে। নির্বাচন কমিশনের মত একটা সংবিধানিক পদে থেকে আজ্ঞাবহ নির্বাচন করা পদটিকে কলংকিত করার নামান্তর। পীর সাহেব চর মোনাই বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মত ঘটনা ঘটেছে। তারা দেশবাসীকে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে। আইএবি রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচকে অংশ গ্রহন করবে, তবে খুওলনার সিটির মত নির্বাচন হলে আহামীতে অনুষ্ঠিতব্য নির্বাচনগুলো বর্জন করা ছাড়া পথ থাকবে না।
গতকাল শানিবার বিকেল ২টা থেকে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে পথসভায় তিনি একথা বলেন।
পীর সাহেব বলেন, দেসেহের মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। বর্তমানে খুন, গুম, সন্ত্রাস ও ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে। মানুষ নৈতিকতা হারিয়ে পশুত্ব বরণ করেছে। মাদকে দেশ সয়লাব। আগামী নির্বাচনে আইএবি’র প্রতীক হাতপাখার পক্ষে ভোট বিপ্লব ঘটানোর তিনি আহবান জানান।
বার্তা প্রেরক, আহমদ আবদুল কাইয়ূম, প্রচার সম্পাদক।