জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে সুস্থ ধারার রাজনীতি নেই। মানুষের নাগরিক ও মানবিক অধিকার ভুলুণ্ঠিত। দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করে রেখেছে সরকার। তিনি বলেন, সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। সর্বত্র দুর্নীতি, লুটপাট চলছে।
আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ভেলানগরস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিয়য়ক সম্পাদক আলী আফজাল মুবিন। জেলা সভাপতি মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিগত সেশনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন দলের জয়েন্ট সেক্রেটারী মুফতী কাওছার আহমদ। শুরা অধিবেশনে শুরা সদস্যদের গোপন ব্যালটে মতামত গ্রহণ করে ২০২১-২০২২ সেশনের জন্য মাওলানা আব্দুল বারী সভাপতি পূন: নির্বাচিত হন এবং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন মুফতী কাওছার আহমদ, জয়েণ্ট সেক্রেটারী নির্বাচিত হন রাকিবুল হাসান। – প্রেস বিজ্ঞপ্তি