টিসিবি কর্র্তক ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ওলামা মাশায়েখ পরিষদ-এর উদ্বেগ

পবিত্র মাহে রমাযান মাসকে সামনে রেখে গোটা দুনিয়ায় ভোগ্যপণ্যের দাম কমালেও বাংলাদেশে বরাবরই তার উল্টো অর্থ্যাৎ ভোগ্যপণ্যের দাম পাল্লা দিয়ে বাড়ানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান।আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, টিসিবি কর্তৃক নতুন করে চাল, ডাল, তেল ও চিনির দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত জন দুর্ভোগ সৃষ্টি করবে। মুসলিম প্রধান দেশে কিছুতেই এধরণের সিদ্ধান্ত মেনে নেয়ার মত নয়। নেতৃদ্বয় বলেন, এমনিতেই জনগণ করোনা মহামারির কারণে বিপর্যস্ত। তার ওপর ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘মরার উপর খাড়ার ঘা’। নেতৃদ্বয় টিসিবির অযৌক্তিকভাবে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রমাযানকে সামনে রেখে পূর্বের চেয়ে কমমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ঘোষণা দিতে হবে। – প্রেস বিজ্ঞপ্তি