ঢাবিতে আদর্শবাদী রাজনীতি চর্চায় হতবাকরাই প্রতিক্রিয়াশীল: আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম সার্বজনীন ও পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিচার ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ বিচার ব্যবস্থা, ইসলামের সমাজ ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ সমাজব্যবস্থা। ইসলামের অর্থব্যবস্থা সর্বকালের শ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা। কাজেই ইসলামকে কোন বিশেষস্থানে বন্দি করে রাখার সুযোগ নেই। ইসলাম ছাড়া বাকি মতবাদগুলো বার বার অসাড় ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। যারা সমাজ ও রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায় তাদের মতলব ভাল নয়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মুসলিম নবাব স্যার সলিমুল্লাহ। মুসলিম ও ইসলামী চেতনাবোধ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন যারা ঢাবিকে ইসলামমুক্ত করতে চায় তারা কারা? তাদের পরিচয় ৯৫ ভাগ মুসলমান জানতে চায়। ইসলামী রাজনীতির চর্চা বন্ধ করতে চাইলে মুসলমানরা নিরবে বসে থাকবে না। এখন ঢাবি ক্যাম্পাসে আদর্শবাদী রাজনীতি চর্চায় যারা হতবাক হয় তারাই মূলত প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ।