তিলাওয়াত দিয়ে নৃত্যানুষ্ঠান শুরু করে কুরআনকে অবমাননা করা হয়েছে

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র আল-কুরআনের তিলাওয়াতের মাধ্যমে নৃত্যানুষ্ঠান শুরু করে পবিত্র কুরআনকে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আজ এক বিবৃতিতে তিনি বলেন, অশ্লীল নৃত্যানুষ্ঠানে কুরআন তিলাওয়াতের নামে কুরআনের সাথে তামাশা করা হয়েছে। নৃত্যের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে। নৃত্যানুষ্ঠান ইসলামী সংস্কৃতির পরিপন্থী। সেই নৃত্যানুষ্ঠানে কুরআন তিলাওয়াত কোনভাবে উচিত নয়। এটা কুরআনের সাথে চরম বেয়াদবি। অশ্লীল নৃত্যের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের প্রশ্ন আসলো কেন? ইবি’র ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর উপস্থিতিতে এধরণের বেয়াদবি কোনক্রমেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, একটি মহল বার বার কুরআন, আল্লাহ, রাসূল সা.কে উপহাসের পাত্র বানিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করেই যাচ্ছে। তিনি বলেন, কুরআনের সাথে বেয়াদবি সহ্য করা যায় না। অবিলম্বে এর সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে ।