তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা জাতিকে হতবাক করেছে – বাংলাদেশ মুসলিম লীগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী প্রায় সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে অবহিত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরে তা স্থগিত করেছেন। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার তড়িঘড়ি করে সংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের সাথে আলোচনা না করে, বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোকে সম্পূর্ন আগ্রাহ্য করে তফসিল ঘোষণা করার ঘটনা পুরা জাতিকে হতবাক করেছে।
নেতৃদ্বয় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের স্বার্থে সর্বোপরি নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বার্তা প্রেরক – আনোয়ার হোসেন আবুড় স্থায়ী কমিটির সদস্য,বাংলাদেশ মুসলিম লীগ