দেশের অগ্রযাত্রা ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন করুন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের অগ্রযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার স্থিতিশীলতার স্বার্থে সকল ধরনের শঙ্কামুক্ত গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, একইসাথে নেতৃবৃন্দ নির্বাচনে সবধরনের ধর্মান্ধতাবাদী, পেশীশক্তি ও লুটেরা শ্রেণীকে উপেক্ষা করে অসাম্প্রদায়িক, গণতন্ত্র বিশ্বাসী নীতিনিষ্ট কর্মঠ, দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধিদের বিপুল ভোটে বিজয় করার জন্য নগরবাসীর প্রতিও আহ্বান জানান।বিবৃতিতে আরো বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি নানা ধরনের কাঁদাছোড়াছুড়ি ও উত্তেজনা ছড়ানোর প্রচেষ্টাও চলছে। প্রতিদিনের বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের শঙ্কার কথা বেরিয়ে আসায় জনমনে নানান ধরনের সঞ্জার তৈরী করবে। বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্যে আমাদের কাছে প্রতীয়মান হয় যে, জনমনে নানান ধরনের শঙ্কা ও ক্ষোভ সৃষ্টি করার পাঁয়তারা উদ্দেশ্যমুলকভাবে চলছে। মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র থেকে এই ধরনের হীন প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা তাও ভেবে দেখার সময় এসেছে।
আমরা মনেকরি নির্বাচনকে দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ করে দেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রাকে ব্যহত করে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে মরিয়া হয়ে উঠতে চায় ষড়যন্ত্রকারী মহল। এক্ষেত্রে নির্বাচন কমিশন আরো সর্তক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালি ও শঙ্কামুক্ত করবেন বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি নির্বাচনী বিধি যারা বিঘœ ঘটাতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবিও আমাদের। ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিক ও ভোটারদের কাছে আমারা আহ্বান জানাচ্ছি, আসন্ন নির্বাচনকে উৎসব মুখর করার স্বার্থে আপনার নাগরিক অধিকার প্রয়োগে সোচ্চার হোন। নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনার নীতিনিষ্ট ও দক্ষ প্রতিনিধিদের পক্ষে আপনার মতামত প্রদান করুন।
বার্তাপ্রেরক, বিপ্লব চাক্মা, দপ্তর সম্পাদক