নুসরাতসহ সকল হত্যাকান্ডের বিচার দ্রুত আইনে করতে হবে -আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সোনাগাজী ফাপিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুমরাত জাহান রাফিসহ ইতোপূর্বে সকল হত্যাকান্ডের বিচার দ্রুত আইনে করতে হবে। যৌন নিপীড়নকারী মাদরাসার প্রিন্সিপালকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, মানুষ ক্রমেই মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। ফলে দিন দিন হিং¯্র হয়ে উঠছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ে যৌন নিপীড়িত হয়ে আত্মহত্যা করছে। এধরণের সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে হবে। অতীতের হত্যাকান্ডের মত যেন নুসরাতের বিচার কার্য হারিয়ে না যায়। সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সোনাগাজী থানা ওসি নাকি মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে। তিনি বলেণ, কথাবার্তা পরিস্কার, মামলা কোনভাবেই দৃঢ়গতি কিংবা থেমে যাওয়া চলবে না।
আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার জরুরী সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী হেমায়েতুল্লাহ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ¦ হারুন অর রশিদ, আলহাজ¦ আব্দুর রহমান, অধ্যাপক সৈয়ধ বেলায়েথ হোসেন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলান খলিলুর রহমান প্রমুখ।
সভায় সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি