বংগবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা – ঐক্য ন্যাপ

জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের এর শাহাদত বার্ষিকীতে এর সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লা তারেক এক যুক্ত বিবৃতিতে বংগবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন । নেতৃবৃন্দ ঐ দিন বংগবন্ধুর পরিবারের সদস্যসহ অন্য যাঁদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাঁদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।বর্তমানে সাড়া বিশ্বের মানুষ কোভিড ১৯ মহামারীর কারণে চরম দুর্যোগের মধ্যে সময় অতিবাহিত করছে। মৃত্যুর মিছিল কেবল দীর্ঘায়িত হচ্ছে । আমরাও আক্রান্ত ও দুঃসময় অতিক্রম করছি। ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও শাহাদত বার্ষিকী ব্যাপক আকারে পালন করা সম্ভব না হলেও বংগবন্ধুকে কেবল বাংলাদেশের মানুষই নয় , বিশ্ববাসী অনন্তকাল পর্যন্ত মনে রাখবে । তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের বন্ধু ছিলেন । আসুন আজকের এই দিনে শোষণ বন্চনা, অন্যায় অবিচারমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক তথা বংগবন্ধুর কাংকিত সোনার বাংলা গড়ে তুলতে শপথ গ্রহণ করি ও দেশে সকল সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করি । বংগবন্ধুকে হত্যাকারীদের মধ্যে এখনো যারা বিদেশে পালিয়ে আছে এদেরকে দেশে এনে ওদের উপর যে শাস্তি আরোপিত হয়েছে তা কার্যকর করতে হবে । আজকের এই দিনে নেতৃবৃন্দ বংগবন্ধুর হাতে তৈরি ১৯৭২ এর সংবিধান পুনঃস্থাপন, সকল বিচারবহির্ভূত হত্যা বন্দ করা , নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখা ও কোভিড ১৯ মহামারীর হাত থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন ।
বার্তা প্রেরক, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক, ঐক্য ন্যাপ।