বগুড়া-৬ আসনে মুসলিম লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ

বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল গত ১৮ জুন সকাল ১১.০০টায় বগুড়া উপস্থিত হন এবং সারাদিন ব্যাপী সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ আসনের বিভিন্ন অঞ্চলে দলীয় প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের পক্ষে গণসংযোগ করেন।
এলাকার সাতপাতা, ইসলামপুর, সেরুয়া বটতলা প্রভৃতি অঞ্চলে ভোটারদের সাথে গণসংযোগের পর সেরুয়া বটতলা এলাকায় জনাকীর্ণ এক উঠান বৈঠকে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ভারতবর্ষের মুসলমানদের এক চরম দুঃসময়ে মুসলিম জাতিসত্তার জনক নবাব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত মুসলিম লীগ জাতিকে আশার আলো দেখিয়েছে, ঐক্যবদ্ধ করেছে। তার আদর্শের আলোকেই মুসলিম জাতিসত্তার জাগরণ ঘটেছে, ভারতের মুসলমানেরা স্বাধীনতার স্বাদ পেয়েছে।
বর্তমান দেশে রাজনীতি দেউলিয়া হয়ে পড়েছে। লুট, খুন, গুম, দুর্নীতি, অপশাসন, অনিয়ম, সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি, পারস্পরিক অবিশ্বাস, বিরোধী মত দমন,ভোটের নামে প্রহসন ইত্যাদি আমাদের রাজনীতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। ফলে স্বাধীনতার অর্ধশত বছর পরেও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা পায়নি। রাজনৈতিক দুর্বলতা থেকে সৃষ্ট শূন্যতা আগ্রাসন-বাদীদের আমন্ত্রণ জানাচ্ছে, দেশ ও জাতির স্বার্বভৌমত্ব কোন ভাবেই নিরাপদ নয়। এরকম পরিস্থিতিতে উত্তরণের একমাত্র পথ মুসলিম জাতিসত্তার পুনঃজাগরণ।
তিনি বগুড়াবাসীকে দলের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামকে হারিকেন প্রতীকে ভোট দিয়ে মুসলিম জাতিসত্তার পুনজাগরণের সূচনা করার জন্য আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন দলীয় প্রার্থী মাওঃ রফিকুল ইসলাম, দলের অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা আবদুল আলিম, মোঃ নূরআলম, স্থানীয় মুসলিম লীগ নেতা মোঃ আনসার প্রমুখ।
সংবাদ প্রেরক, কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব