বাচ্চা মুরগি , খাদ্য ও ঔষধের অস্বাভাবিক মুল্য খামারিরা সর্বস্বান্ত

আজ ৫ জুলাই ২০১৯ রোজ শুক্রবার “”বাংলাদেশের প্রান্তিক পোলট্রি খামার রক্ষা সমিতি”এর আঞ্চলিক কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমিতির সভাপতি জনাব মতিন ব্যেপারি । কুমিল্লা ও চাঁদপুর জেলার খামারি ও প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন । সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন সংঘটনের জাতীয় সমন্বয়কারি জনাব কাজী মুস্তাফা কামাল ।
প্রান্তিক খামারিরা বক্তব্যে তাদের বর্তমান সঙ্কটের কথা তুলে ধরতে গিয়ে বলেন বাচ্চা , খাদ্য ও ঔষধের অস্বাভাবিক মুল্য এবং মুরগি বিক্রি করার সময় বাজার মুল্য অতি কম হওয়ার কারনে খামারিরা অনবরত লোকসান দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছে। এমত অবস্থায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় “যে হ্যাচারির মালিকরা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্রয়লার মুরগি পালন করে তাদের বাচ্চা আমরা আমাদের খামারে তুলবনা এবং এ সিদ্দান্ত দেশের সব খামারি এবং ডিলারদের জানিয়ে দেয়া। তাছাড়া সভায় আরও সিদ্দান্ত নেয়া হয় যে আমাদের দাবীর সাথে ডিলাররা যাতে একমত প্রকাশ করে এবং সহযোগিতা করে , কেননা খামারিরা যদি লাভ করতে না পারে ডিয়ারদের বকেয়া অর্থ খামারিদের পক্ষে পরিশোধ করা সম্ভব হবেনা।
বার্তা প্রেরক – কাজী মুস্তাফা কামাল, বাংলাদেশের প্রান্তিক পোলট্রি খামার রক্ষা সমিতি । ফোন ; ০১৭১১৫৫৮৯২