বাম জোটের কর্মসূচিতে হামলার নিন্দা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাম জোটের মিছিলে পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের আহত করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাম জোটের কর্মসূচিতে পুলিশি হামলা, বেধড়ক লাঠিপেটা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। অবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করছি।বিবৃতিতে তারা বলেন, ২০১৮ সালে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ও ৩০ ডিসেম্বর পুলিশ ও প্রশাসনের সহায়তায় বর্তমান সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, তার বিরুদ্ধে সারা দেশের জনগণ আজ সোচ্চার। সরকারের মধ্যে একটা রাজনৈতিক ভীতি কাজ করছে, যার কারণে জনগণের কোনো সভা, সমাবেশ, মিছিল, সব সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করছে। সরকারের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। নেতৃদ্বয় বলেণ, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে। সরকারের এই নাগরিক অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে দেশপ্রেমিক জনতাকে প্রতিবাদে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।