রমজান মাসে সম্পদশালীরা গরীব মানুষের পাশে দাড়ালে অভাব দূর হবে

পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রমজান মাস বিজয়ের মাস, মুক্তির মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস। রমজান মাসে দেশের সম্পদশালীরা গরীব, অসহায় মানুষের পাশে দাড়ালে মানুষের অভাব দূর হবে। সঠিকভাবে যাকাত আদায় করে দেশের গরিব ও অভাবী মানুষের অভাব দূর করা যায়। চলমান সমাজের বৈষম্য দূর করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যায়। আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, অর্থমন্ত্রী বড় বাজেট দিয়েছেন কিন্তু বড় আয়ের খাত দেখাতে পারেন নাই। যার কারণে বাজেটের ঘাটতি মেটাতে ঋণের ভরসা বাড়িয়েছেন। যে ঋণের সুদ মেটাতেই মোটা অংকের টাকা খরচ করতে হবে। ঘোষিত বাজেটে দেশে দূর্নীতি আরো বাড়বে, যা দেশের জন্য কল্যাণকর নয়। তিনি ঘোষিত বাজেটে সংশোধন করে বাস্তবসম্মত বাজেট পুন:ঘোষণা দেয়ার আহবান জানান।

এদিকে নন-এমপিও শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষার মহান দায়িত্ব পালন করেন মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ। কিন্তু তাদের কোন বেতন নেই, এটা অমানবিক! রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়। সরকার তাদের যৌক্তিক দাবী না মেনে পুলিশ দ্বারা লাঠি পেটা করা সভ্য জাতির পরিচয় বহন করে না। শিক্ষকের গায়ে হাত তোলা পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কোন পুলিশের সন্তানদের কোন বিদ্যালয়ে পড়ানো হবে না। নেতৃদ্বয় আরও বলেন, এক আজব দেশে বসবাস করছি, বিদ্যালয়ে শিক্ষার্থীর শাস্তি দেয়া বা বেত্রাঘাত করা অপরাধ হলেও শিক্ষক পেটালে কোন অপরাধ নেই? শিক্ষক নির্যাতনকারী এ সরকারের বিরুদ্ধে আই এল ওর কাছে অভিযোগ দিতে হবে। – প্রেস বিজ্ঞপ্তি

– প্রেস বিজ্ঞপ্তি