সংলাপে নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন সিলেট সিটি মেয়র পদপ্রার্থীবৃন্দ

সিলেট: গতকাল রোববার

Sylhet Mayor Candidate meeting_DIa
Sylhet Mayor Candidate meeting_DIa

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেট নগরীর একটি হোটেলে ‘সংলাপে নাগরিক অগ্রাধিকার’ শীর্ষক একটি টাউন হল মিটিং আয়োজিত হয়েছে। সিলেটে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগরের নাগরিকদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মেয়র পদপ্রার্থীদের সাথে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই সংলাপ আয়োজন করা হয়েছিল। টাউনহল অনুষ্ঠানটিতে প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন:
জনাব বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী, সভাপতি, সিলেট মহানগর কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ; সদস্য, কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ; এবং
জনাব আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র পদপ্রার্থী, সদস্য, সিলেট সিটি কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল; সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
অনুষ্ঠানে উপস্থিত সিলেট নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ সিলেট নগরীর প্রধান পাঁচটি নাগরিক অগ্রাধিকারের বিষয়ে তাঁদের সুপারিশসমূহ তুলে ধরেন এবং মেয়র পদপ্রার্থীদের পরিকল্পনার বিষয়ে জানতে চান। তাঁদের তুলে ধরা বিষয়গুলো ছিলো –
১. বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সকলের জন্য সুপেয় পানির ব্যবস্থা, ফুটপাথ দখলমুক্ত রাখা, প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ও কবরস্থান সহ ভৌত অবকাঠামোর উন্নয়ন, ২. জলাবদ্ধতার নিরসন, ৩. যানজট নিরসন, ৪. সকল বয়সের নাগরিকদের জন্য বিনোদনের ব্যবস্থা, ও ৫. নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দু’জন প্রধান মেয়র পদপ্রার্থী এই বিষয়গুলোতে তাঁদের অতীত সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন ও সহাবস্থানে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সংলাপ অনুষ্ঠানটি ইউএসআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে Strengthening Political Landscape in Bangladesh প্রকল্পের ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়। – প্রেস বিজ্ঞপ্তি।