সেবার মান ও পানির বিশুদ্ধতা নিশ্চিত না করে ওয়াসার পানির মূল্যবৃদ্ধি

করোনা মহামারীর মধ্যে ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম আজ ২২ মার্চ ২০২১ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ঢাকা ওয়াসা একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়াসার পানির নিন্মমানের কারণে ৯৩ শতাংশ গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করেন। সরকার ওয়াসার সেবার মান উন্নত ও পানির বিশুদ্ধতা নিশ্চিত না করে একেরপর এক মূল্য বাড়িয়েই চলছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকার ১৩ বার পানির দাম বাড়িয়েছে। বর্তমান করোনা মহামারীর সময়ে মানুষ যখন স্বাভাবিক জীবনযাত্রার ব্যয় মেটাতে দিশেহারা, তখন জীবন বাঁচানোর অন্যতম উপাদান পানির দাম বাড়ানো চরম অমানবিক ও গণবিরোধী। সরকারকে অবশ্যই এই গণবিরোধী অবস্থান থেকে সরে আসতে হবে। পাশাপাশি ওয়াসার সেবার মান উন্নত ও পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে।