হালিম উল্যা খদ্দরের স্মরণে স্মরণ সভা -ঐক্য ন্যাপ

আজ ০৯/০২/২০২০ বিকেল ৩ টায় গণগ্রন্থাগারে পাবলিক লাইব্রেরী সেমিনার হল নীচতলায় ঐক্য ন্যাপের উদ্যোগে প্রয়াত হালিম উল্যা খদ্দরের স্মরণে পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় হালিম উল্যা খদ্দরের স্মৃতি প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে পঙ্কজ ভট্টাচার্য বলেন, “ব্যতিক্রমী দেশসাধক জনসেবক রাজনীতিক হালিম উল্যা খদ্দর দু’হাতে “দেওয়ার রাজনীতি” করে গেছেন, বর্তমানে প্রচলিত “নেওয়ার রাজনীতি” ঘৃণাভরে প্রত্যাখ্যান করে গেছেন। পাকিস্তান জুড়ে সকল গণতান্ত্রিক প্রগতি শীল রাজনীতি, ৬দফা-১১দফার সংগ্রাম, গণঅভ্যত্থান ও মুক্তিযুদ্ধে অসামান্য ভ‚মিকা পালন করেছেন। শুধু রাজনীতিবিদ’ই তিনি ছিলেন না, সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে তিনি অগ্রনীভূমিকা পালন করেছেন।
অন্যান্যদের মধ্যে স্মরণ সভায় বক্তব্য করেন, ঐক্য সভাপতি মন্ডলীর সদস্য এসএমএ সবুর, আসাদুল্লাহ তারেক, রঞ্জিত কুমার সাহা, হারুনার রশিদ ভুঁইয়া, হালিম উল্যা খদ্দরের- পুত্র নাহিয়ান খদ্দর, হেদায়েতুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, ব্যবসায়ী আবুল হাসনাত চৌধুরী (মিন্টু) প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক, ঐক্য ন্যাপ।