জহির রায়হানের জীবন থেকে নেয়া!

সময়টা ১৯৬৯ সাল। বিহারী প্রযোজক আনিস দোসানি ডাকলেন জহির রায়হানকে একটি চলচ্চিত্র বানানোর জন্য। এর আগেও জহির রায়হান সঙ্গম, কাঁচের দেয়াল, বাহানা, আনোয়ারা, টাকা আনা পাই- এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। আনিস কেবল প্রযোজনার দায়িত্বে ছিলেন, কিন্তু জহির রায়হান যে…