জি-সিরিজ থেকে প্রকাশিত হলো মনিরের ‘কান্দি ঝর ঝর’

সুরের মোহে আকুল হওয়া বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য। তাইতো আবহমান বাংলার বহুমাত্রিক সুরের ধারায় প্রতিনিয়ত ব্যকুল হয়ে ওঠে মন-প্রাণ। সেই ব্যকুলতার সাথে যদি ওই মানুষটি পেয়ে থাকের স্রষ্টা-প্রদত্ত কারুময় কণ্ঠস্বর তাহলে তো কথাই নেই। রকমারি সুরের স্রোতে যেমনি করে নিজে ভাসেন…