রানীর চড়ে আছে জোর

‘মারদানি’ রানী মুখার্জি জানিয়েছেন, ছোটবেলায় তিনিও আর দশটা ভারতীয় কিশোরীর মতো উত্ত্যক্তের শিকার হয়েছেন। তবে এর পরবর্তী দৃশ্যপট ভিন্ন। কেউ রানী মুখার্জিকে দেখে শিস বাজিয়ে কিংবা ‘টোন’ করে রানীর হাতের চড় না খেয়ে বাড়ি ফেরেননি। আর যাঁরা চড় খেয়েছেন, তাঁদের…