নারায়ণগঞ্জে নৌকাভাসানে সাউন্ডবাংলা-ঈদআড্ডা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব সংবাদযোদ্ধা সোনিয়া দেওয়ান প্রীতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর আহবায়ক বদরুল হক। অতিথি ছিলেন সেভ দ্য রোড নারায়ণগঞ্জ শাখার সভাপতি অভিনেতা মোখলেছুর রহমান তোতা, জাতীয় সাংস্কৃতিকধারা নারায়ণগঞ্জের সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জের সদস্য মো. রিপন, কাওসার সরকার প্রমুখ। এসময় কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান নৌকায় কয়েকটি গান শুনিয়ে অংশগ্রহণকারীদেরকে করোনা পরিস্থিতিতে সামর্থনুযায়ী সচেতনতা তৈরির আহবান জানান। অতিথিবৃন্দের কথা-কবিতা-গানে গানে বিকেল ৫ টায় শুরু হওয়া ঈদ আড্ডার সমাপ্তি ঘটে সন্ধ্যা ৭ টায়।
Related Posts
June 1, 2021
42 tonnes of poppy seeds seized at Chattogram port
June 1, 2021