২৫ নভেম্বর “নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস” উপলক্ষে নারীপক্ষ এবছর দেশব্যাপী দুর্বর ও সহযোগী সংগঠনকে সাথে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১১ অগ্রহায়ণ ১৪২৫/২৫ নভেম্বর ২০১৮ রবিবার নারীপক্ষ কার্যালয়ের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। আমাদের এ বছরের প্রতিপাদ্য “নারীর স্বাধীন চলাফেরায় চাই নিরাপত্তা”।
রওশন আরা, সদস্য, নারীপক্ষ