অনতিবিলম্বে সারাদেশে জরুরী অবস্হা ঘোষনার জন্য জোর দাবী

গণফোরামের (বিদ্রোহী গ্রুপ) মুখপাত্র ও দলের নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী এক বিবৃতিতে করোনা ভাইরাসের ভয়াবহ বিবেচনা করে অনতিবিলম্বে সারাদেশে জরুরী অবস্হা ঘোষনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান ।তিনি বিবৃতিতে বলেন সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আগত প্রবাসীদের সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে না। সরকার ও প্রশাসন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, জাতীয় সংসদের উপনির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্যাস্ত । সরকারের মন্ত্রী ও এমপিদের অসাড় আস্ফালন চলছে। অথচ বাস্তবে সরকারের কোন প্রস্তুতিই নেই। ঢাকাসহ ঘনবসতিপূর্ন এলাকা ও গণপরিবহনকে জীবাণুমুক্ত করা ও মানুষের মধ্যে ব্যাপক ভয় ও আতংক বিরাজ করছে তার বিষয়ে সরকারের কোন নজর নেই।
তিনি ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীর জন্য পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট অতি দ্রুত সরবরাহ করা ও হ্যান্ড স্যানিটাইজারসহ সকল ইউনিয়ন, উপজেলা, জেলা এবং শহরের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমানে সব ওষুধ, খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করনের জোর দাবী জানান।- প্রেস বিবৃতি
বার্তা প্রেরক, মো. আজাদ হোসেন,