করোনাভাইরাস প্রতিরোধে ন্যাপের সুরক্ষা সামগ্রী বিতরণ

আজ বুধবার দুপুর ১১ টায় এবং গতকাল বিকাল চারটায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ কামরাঙ্গীচরের নয়াগাঁও, হাসান নগর, ভিটা বাজার, ভান্ডারি মোড়, চৌরা¯তা মোড়, হাজারীবাগের কোমপানির ঘাট এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে ১ হাজার মাক্স, ১ হাজার হাত ধোযার সাবান, ২ হাজার হ্যান্ড গলভস এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।ন্যাপ নেতৃবৃন্দ দিনমজুর এবং নিম্নআয়ের মানুষের জন্য নিয়মিত ত্রাণ বিতরণ, নিত্য প্রযয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ, বড়লাকের নিত্যপ্রযয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত কেনাকাটা বন্ধ করা, মাক্স, সেনিটাইজার, চিকিৎসা সেবায় নিযয়োজিত ব্যক্তিদের সুরক্ষা সরঞ্জাম (পিপিপি) সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান ।
ন্যাপ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পরিতোষ দেবনাথ, হাসান কমরুন, স্থানীয় ন্যাপ নেতা মাহবুব তালুকদার, গোলাম নবী মিঠু, মো: আলামিন, রিমি হোসেন, শাহাদাত হোসেন, জরিনা বেগম, শাহিনুর চৌধুরী প্রমুখ ।
পরিস্থিতি অনুকূলে থাকলে ন্যাপের তৎপরতা অব্যাহত থাকবে।
হাসান কমরুন, সম্পাদকম-লীর সদস্য, ন্যাপ