কাউন্সিলর মোঃ ইবরাহীমের অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ডে বিপুল ভোটে সদ্য বিজয়ী কাউন্সিলর হাজী ইবরাহীমের কার্যালয়ে ২ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৮:৩০ এর দিকে পরাজিত প্রার্থী এর প্রায় দেড় শতাধিক দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ৬৭নং ওয়ার্ডের আমতলায় অবস্থিত কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাংচুর হয়। কাউন্সিলর এর নিজ বাসভবন ও নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় এই সন্ত্রাসী বাহিনী। বেশ কয়েকজনকে কুপিয়ে জখম ও বেধড়ক পিটিয়ে আহত করে তারা।এ বিষয়ে কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচন চলাকালীন আমার নেতা কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালায় এই সন্ত্রাসীরা। নির্বাচনের দিনও বেশ কয়েকজনকে মারধর করে এবং হত্যার হুমকি পর্যন্ত দেয়।
নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে তারা আবারো আমার নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে লুটপাট এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আমার কার্যালয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
মঙ্গলবার বিকেল ৪টায় সারুলিয়ার আমতলায় ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে হাজী ইবরাহীমকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন করে ওয়ার্ডবাসী। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
তারা দাবী করেন ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা শুধু এই ওয়ার্ডই না আমাদের দেশের শত্রু। এই সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন ৬৭নং ওয়ার্ডের শান্তিকামী জনতা। ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহবান জানানো হয় আয়োজিত মানববন্ধন থেকে।
আহমদ আবদুল কাইয়ূম, মিডিয়া সমন্বয়কারী, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটি