তাদেরকে হোম কোয়ারিন্টিনে না পাঠিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রাখতে হবে

ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক এড. আসাদুল্লাহ তারেক করোনাভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে রাখার জন্য এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত দেশ হতে যারা দেশে এসেছেন তাদেরকে হোম কোয়ারিন্টিনে না পাঠিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রাখতে হবে। এ ব্যবস্থা গ্রহন না করলে করোনাভাইরাস সংক্রমন নিয়ন্ত্রন সম্ভব হবে না। কারণ, ইচ্ছা থাকলেও অনেক বিদেশ ফেরতদের দেশের নিজ বাড়িতে পৃথক বসবাসের কক্ষে (ঘুমানোর কক্ষ) শৌচাগার ও গোসলখানা সংযুক্ত না থাকায় সঠিক ভাবে কোয়ারিন্টিনে থাকা সম্ভব হবে না। এ জন্য প্রতিটি জেলা, উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন ব্যবস্থা অতি জরুরি ভিত্তিতে গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে সরকারি ব্যবস্থার সাথে সাথে দেশের বিত্তবান নাগরিকগণ এগিয়ে আসবেন নেতৃবৃন্দ এ আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ঐক্য ন্যাপ জেলা, উপজেলা নেতৃবৃন্দকে সর্তকতার সাথে করোনাভাইরাস সংক্রমন হতে মুক্ত থাকার জন্য মানুষের পাশে থেকে জনমনে সাহস ও পরামর্শমূলক কার্যক্রম চালিয়ে যাবার জন্য বলেন। – প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক, শাবু খালকো, অফিস সহকারি, ঐক্য ন্যাপ।