দেশবাসি সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় -মহাসচিব আইএবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনে সকল দলকে অংশগ্রহণের দায়িত্ব সরকারের। এজন্য নির্বাচনের পরিবেশ তৈরি করে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর দাবি মেনে নেয়া সরকারের উচিত। ৫ জানুয়ারীর মত নির্বাচন করার সুযোগ দেশবাসি আর দেবে না। কাজেই যেনতেন নির্বাচনের কথা বাদ দিয়ে অংশগ্রহণমূল নির্বাচনের চিন্তা করাই শাসকশ্রেণির জন্য শ্রেয়। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, তফসিল ঘোষণার আগেই চলমান সংসদ ভেঙ্গে দিতে হবে এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে।
আজ বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি মহাসচিব মাও. আব্দুল কাদের ও মুহা. আমিনুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ¦ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, শায়খুল হাদীস মকবুল হোসাইন, মুফতী হেমায়েতুল্লাহ, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ¦ আবদুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা আতাউর রহমান আরেফী, মুহা. বরকতউল্লাহ লতিফ, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
আমেলার সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সিদ্দান্ত গৃহীত হয়। প্রার্থীদেরকে ব্যাপক কার্যক্রম পরিচালনার তাগিদ প্রদান করা হয়।
বার্তাপ্রেরক – আহমদ আবদুল কাইয়ূম, প্রচার সম্পাদক