ধর্ষন ও সালিশ নামক প্রহসনের সাথে জড়িতদের শাস্তি দাবী

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে অদ্য বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বরিশালের উজিরপুরে “ধর্ষনের শাস্তি ৩ হাজার টাকা জরিমানা, রংপুরের পীরগঞ্জে ধর্ষনে ব্যর্থ হয়ে শ্বাসরোধে স্কুল ছাত্রীকে হত্যা শীর্ষক” সংবাদে গভীর উদ্বেগ ও ধর্ষনের সাথে জড়িত এবং সালিশের নামে প্রহসনের বিচারে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি বিধানের দাবি জানান।বিবৃতিতে আরো বলা হয়, নারী-শিশু নিপীড়নের যে সংবাদ প্রতিদিন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়, প্রকৃত পক্ষে নারী-শিশু নিপীড়নের মাত্রা এরচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে সমাজে। আমরা মনে করি নারী-শিশু নিপীড়ন সহ সকল অপরাধের বিচার কার্যের ধীরগতি ও অপরাধীদের নানান কৌশলে আশ্রয় প্রশ্রয় দেয়া জনিত কারনে সমাজে নির্মমতা, পৈচাশিকতা, বর্বরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের নারী-শিশু নিপীড়নের ঘটনা প্রবাহের যে চিত্র দেখা যায় তাতে সকল বিবেকবান মানুষ শঙ্কিত ও বিবেকের যন্ত্রনায় বিধ্বস্ত এবং অভিবাবক সহ সকল নাগরিকেরা আতঙ্কিত। আমরা বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট মহলের কাছে নারী-শিশু নিপীড়নসহ সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আইনের নিরপেক্ষ এবং দ্রুত প্রায়োগিক দিক নির্দেশনা প্রত্যাশা করছি। আমরা মনেকরি তবেই সমাজ ও রাষ্ট্র নারী-শিশু নিপীড়নের ভয়াবহতা থেকে মুক্তি পাবে। একই সাথে উজিরপুরের বর্বরোচিত সালিশের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা এবং পীরগঞ্জে স্কুলছাত্রী হত্যার বিচারের পাশাপাশি উজিরপুরে নিপিড়ীত কিশোরীর সু-চিকিৎসা ও নিরাপত্তার দাবি জানাচ্ছি।
বার্তাপ্রেরক – বিপ্লব চাকমা, দপ্তর সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন।