নন এমপিও শিক্ষকদের জন্য বাজেটে বরাদ্দ দিন: জাতীয় শিক্ষক ফোরাম

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারী জেনারেল এবিএম জাকারিয়া এক বিবৃতিতে নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য আগামী বাজেটে বরাদ্দ রাখার জন্য জোর দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষকতার মহান পেশায় আসা সম্মানিত শিক্ষকবৃন্দ মানবেতর জীবন যাপন করছেন। মানুষ গড়ার কারিগরদের অভুক্ত রেখে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। অপরদিকে অবসর ভাতা ও কল্যাণ তহবিল এর বকেয়া পরিশোধ করার জন্য তারা বলেন, অনেক শিক্ষক অবসর গ্রহণ করার পর দীর্ঘসূত্রিতার কারণে টাকা না পেয়েই মৃত্যুবরণ করেন। এটা অত্যন্ত অমানবিক ও হৃদয় বিদারক। তাই আগামী বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।
– বার্তা প্রেরক মুহাম্মদ হুমায়ূন কবীর