বন্যা মোকাবেলায় তৎপর না হলে বিপর্যয় ঘটবে -মুসলিম লীগ

ভারতীয় পাহাড়ি ঢলে গোটা দেশের উত্তর পূর্বাঞ্চলের অগুনতি মানুষের সীমাহীন ভোগান্তি হ্রাসে দলমত নির্বিশেষে সকলকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসা এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকে দৃশ্যমান সার্বিক সহযোগিতার জন্য জোর দাবী জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেছেন বন্যার সার্বিক পরিস্থিতি প্রলঙ্করী রূপ ধারণের আভাস দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় তৎপর না হলে বিপর্যয় ঘটবে।আজ বেলা ৩.০০টায় নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের সেক্রেটারী জেনারেল, তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় সংসদেও স্পীকার, অস্থায়ী রাষ্ট্রপতি ও পাকিস্তান মুসলিম লীগের সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি কাজী আশফাক, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা শহুদুল হক ভূঁইয়া, এড. হাবিবুর রহমান, ইঞ্জিঃ ওসমান গনী, খোন্দকার জিল্লুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলার ক্রমাবনতিতে জাতি উদ্বিগ্ন। কুমিল্লায় জনসম্মুখে আদালতের ভেতরে বিচারকের সামনে হত্যার ঘটনা গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। বিচারকের সামনে খুন করার ধৃষ্টতাকে এক সামাজিক মহাপ্রলয়ের আগাম সংকেত বলে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ মনে করেন।
সংবাদ প্রেরক – কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব