বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে ৬৪ জেলায় মানববন্ধন

৪২৪২৩ নদী দখলদারদের বিরুদ্ধে আইন প্রয়োগের দাবী।
বিশ্ব নদী দিবস উপলক্ষে ̈ নদী রক্ষায় মহান ̈ হাইকোর্টের রায় বা ̄Íবায়ন, চিহ্নিত ৪২,৪২৩ অবৈধ নদী দখলদারদের বিরুদ্ধে আইনগত ব ̈ব ̄’ ̈া গ্রহণ এবং সংগঠনের ১৭ দফা বা ̄Íবায়নের দাবিতে ৬৪ জেলায় একযোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর ̄§ারকলিপি প্রদান কর্মসূচীর উদ্বোধন ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি অধ ̈াপক মোঃ আনোয়ার সাদত সভাপতির ব৩বে ̈ বলেন, “নদী রক্ষায় যাবতীয় নিতিমালা সু ̄úষ্ঠভাবে আমাদের সংগনের ১৭ দফায় রয়েছে, কাজেই সরকার যদি আমাদের সুপারিশ গ্রহণ করে, পদক্ষেপ নেন তাহলে বাংলাদেশের নদ-নদী রক্ষা করা সম্ভব”।
প্রধান অতিথি কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “নদী দখল ও দুষণকারী কাউকে একবিন্দু ছাড় দেওয়া যাবে না, বর্তমানে নদী ও নারী সবচেয়ে বেশি বিপন্ন। সরকারি দলের নেতাকর্মীদের মদদ ছাড়া নদী দখল সম্ভব না। সরকার এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া পরিবেশবাদীদের দ্বারা নদী রক্ষা করা যাবে না”। নদী আমাদের জীবনের সাথে গভীর ভাবে জড়িত সবাইকে তা বুঝতে হবে।
সাধারণ সম্পাদক এ ̈াড. মোঃ আনোয়ার হোসেন, ̄^াগত ব৩েবে ̈ বলেন, “নদী দখলদারদের তালিকা প্রকাশ ও মহামান ̈ হাইকোর্টের ঐতিহাসিক রায় জনআকাঙ্খারই প্রতিফলন। নদীর অধিকার নিশ্চিত করণের জন ̈ এখন প্রয়োজন ̄^তন্ত্র নদী আইন ও নদী আদালত/টধাইবু ̈নাল গঠন করে নদী অপরাধীদের দধুত শাি ̄Íর আওতায় নিয়ে আসা”। বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, “নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফায় ̄^ল্প মেয়াদী, মধ ̈ মেয়াদী, দীর্ঘ মেয়াদী সুপারিশ মালা রয়েছে। যা পর্যায়μমে বা ̄ÍÍবায়ন করিলে নদী রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে”।
কর্মসূচীতে আরো ব৩ব ̈ রাখেন, সংগঠনের সহ সভাপতি একেএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ ̈, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির উদ্দিন, জীব বৈচিত্র সম্পাদক বীর মু৩িযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, যুগ্ম দফতর সম্পাদক এ ̈াড. মোঃ শহিদুল্লাহ, কেন্দধীয় নেতা অধ ̈ক্ষ হুমায়ুন কবির, আলহাজ্ব আব্দুল হালিম সরকার, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আজম খান প্রমূখ।
সারাদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, গাজীপুর, টা১⁄২াইল, কিশোরগঞ্জ, রাজবাড়ী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেণী, সিলেট, হবিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, ব ̧ড়া, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ইত ̈াদি জেলায় কর্মসূচি ব ̈াপকভাবে পালিত হয়।
বার্তা প্রেরক – ডা. মোঃ বোরহানউদ্দিন অরণ,যুগ্ম সাধারণ সম্পাদক,(প্রেসমিডিয়া) বাংলাদেশ নদীবাঁচাও আন্দোলন