ব্যারিস্টার রফিক উল হকের ইন্তেকালে পীর সাহেব চরমোনা ই’র শোক

দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সঙ্কটপূর্ণ মুহুর্তে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জীবনের প্রতিটি সময় তিনি আইনি সেবায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাবার্তায় পীর সাহেব আরও বলেন, ব্যারিস্টার রফিক উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। এদিকে পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন।