ভারতের সংবিধান সংশোধন উপমহাদেশকে অস্থিতিশীল করতে পারে -মুসলিম লীগ

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫(ক) ধারা তুলে দেয়ায় কাশ্মীর অঞ্চলের মুসলমানদের নিরাপত্তা বিপন্ন ও নাগরিক অধিকার স্থায়ী ভাবে লুণ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। গতকাল দলের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য আতিকুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত, সংবিধানে সংশোধন একান্তই তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন সংবিধান সংশোধনের সাথে মানবতা, গণতান্ত্রিক রীতিনীতি, ধর্মীয় জাতি ও একটি উপমহাদেশের নিরাপত্তা জড়িয়ে যায় তখন বিষয়টি কোন ভাবেই আর আভ্যন্তরীণ বিষয় থাকে না। ভারতীয় সংবিধান সংশোধনের কারণে বিশ্ব মোড়লদের দক্ষিণ এশিয়ায় রাজনীতি কারার ক্ষেত্র অবমুক্ত করবে যা অদূর ভবিষ্যতে গোটা উপমহাদেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলতে পাবে বলে নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন। শুধুমাত্র একটি অঞ্চলের একটি ধর্মীয় গোষ্ঠী কাশ্মীরী মুসলমানদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংবিধান পরিবর্তন করার মত ঘটনা বিশ্ব দরবারে ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবে। সংবিধানের এই পরিবর্তনই আভাস দিচ্ছে বৃহত্তর গণতন্ত্রের দেশ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র আর মহাত্মা গান্ধী-জহরলাল নেহেরুদের ধর্মনিরপেক্ষ ভারত থাকছে না, অচিরেই নরেন্দ্র মোদী-অমিত শাহদের ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। – প্রেস বিজ্ঞপ্তি
সংবাদ প্রেরক – -কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব