ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় বাংলাদেশের সাম্যবাদী দল উদ্বিগ্ন

ভারতের সাম্প্রতিক ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় বিশ্ববাসীর সাথে আমরাও উদ্বিগ্ন। নিরীহ মুসলিম নারী পুরুষ ও শিশুদের উপর অমানবিক নির্যাতন, খুন, পাশবিক অত্যাচার এবং তাদের ঘরবাড়ী দোকানপাট সহ মসজিদ জালিয়ে দেয়া একবিংশ শতাব্দির এক ন্যক্কারজনক ঘটনা ।বাংলাদেশের সাম্যবাদী দল ,তার প্রতিষ্ঠাকাল থেকেই সাম্প্রদায়িক বিভেদ, বর্ণ বৈষম্য, শোষণ নিপীড়ন, ও ফ্যসিবাদের বিরুদ্দে দীর্ঘদিন যাবত প্রতিবাদ এবং আন্দোলন সংগ্রাম করে আসছে । তারই ধারাবাহিকতায় আমরা ভারতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দাঙ্গাবাজদের সাথে পুলিশের সম্পৃক্ততা দেখে আমরা মনে করি এ দাঙ্গার পেছনে সরকারের কিছু নেতার হাত রয়েছে । মজিব বর্ষ উপলক্ষে আগামি ১৭ মার্চ নরেন্দ্র মোদীর প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে আগমন একদিকে যেমন আমাদের রাষ্ট্রকে অপমানিত করবে অপরদিকে মজিব বর্ষের অনুষ্ঠানের মঞ্চকেও কলুশিত করবে ।।
বার্তা প্রেরক – কাজী মুস্তাফা কামাল, পলিট বুরো সদস্য,বাংলাদেশের সাম্যবাদি দল (এম এল )
৪৩/১, যোগী নগর লেইন, ওয়ারী ঢাকা।