মহাখালী, মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন এবং মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরি মহল্লার পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মহাখালী এবং মোহাম্মদপুর বস্তিতে অগ্ন্কিান্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বার বার বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ঘটনার আসল রহস্য উদঘাটিত না হওয়ায় চক্রান্তকারীরা আড়ালে থেকে যাচ্ছে। অপরদিকে অসহায় বস্তিবাসী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগুনে অনেক বাড়ী-ঘর ও দোকানপাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। পীর সাহেব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এবং সেইসাথে সমাজের বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোর আহবান জানান।