মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে

তথ্য প্রযুক্তির অবাধ যোগাযোগের সুবাদে মানবাধিকার লংঘনসহ যে কোন পরিস্থিতির চিত্র বা তথ্য সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায়। বিশ্বে যারা মানবাধিকারের মোড়ল তাদের হাতেই অধিক মানবতা ভুলন্টিত হয়।

দেশে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হওয়া প্রয়োজন। যে জাতি সচেতন হয় তাদের অধিকার কেউ হরণ করে ছাড় পায়না। স্বাধীনতার পর হতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছে।
সার্ক মানবাধিকারফাউন্ডেশনেরআয়োজনেবিশ্ব মানবাধিকারদিবসউপলক্ষ্যেআলোচনাসভায়সংগঠনেরমহাসচিবঅধ্যাপকমাওলানা মোহাম্মদ আবেদ আলীএসবকথাবলেন। সভায়প্রধানঅতিথি হিসেবেউপস্থিতছিলেনঢাকাস্থ নেপাল দূতাবাসেরমান্যবররাষ্ট্রদূত জনাব ডা. বংশীধরমিশ্র, বিশেষঅতিথি হিসেবেউপস্থিতছিলেনঢাকাস্থ ইসলামীপ্রজাতন্ত্র আফগানিস্তানেররাষ্ট্রদূত জনাবআব্দুলকাইয়ুরমালিকজাদ,প্রধানআলোচকহিসেবেবক্তব্য রাখেনজাতীয়মানবাধিকারকমিশনেরসাবেক চেয়ারম্যানজনাবকাজীরিয়াজুলহক।১০ ডিসেম্বরবিকেলেজাতীয় প্রেসক্লাবে, ভিআইপিলাউঞ্জেসাবেকমন্ত্রীও সংগঠনের উপদেষ্টা এম. নাজিমউদ্দিনআল-আজাদ এরসভাপতিত্বেআলোচনাসভায়অন্যান্যদেরমধ্যেউপস্থিত ছিলেনযথাক্রমে-সুপ্রীম কোর্টের ডেপুটিঅ্যাটর্নি জেনারেলএডভোকেটআবুলহাশেম,ঢাকামহানগেরসভাপতিসাবেক জেলাপ্রশাসকমুহিবুল হোসেইন।আফগানিস্তানেররাষ্ট্রদূত বলেনমুসলিম দেশ হিসেবেআফগানিস্তানেবহুভাষ্কর্য রয়েছেযাঐতিহ্যেরধারকবাহকহিসেবেআমরাবুঝিবিশ^াসকরি,শতভাগমুসলিম দেশ হিসেবেআফগানিস্তানেরআলেম-ওলামারাভাষ্কর্য বিরোধীনয়। বাংলাদেশ আফগানিস্তানের অকৃত্রিমবন্ধু। স্বাধীনতারপরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানআফগানিস্তানেরজনগণের জন্য পর্যাপ্তপরিমানচাউলত্রাণসহায়তাহিসেবেপাঠিয়েছিলেনযা স্মরণীয়হয়ে থাকবে। নেপালেররাষ্ট্রদূত বলেন, সার্ক মানবাধিকারফাউন্ডেশন দক্ষিণএশিয়ারমানবাধিকারসংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকারাখতেপারবেযদিসার্ক সদর দপ্তর এ সংগঠনটিকেসহযোগীতাকরে।তিনিআরোবলেন,বাংলাদেশের সাথে নেপালসহসার্ক দেশসমূহেরসম্পর্ক উন্নয়নে এ সংগঠন সেতুবন্ধনহিসেবেকাজকরতেপারবে।অনুষ্ঠানেঅন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেনসংগঠনেরসহ-সভাপতিযথাক্রমে খান মো:বাবুল,আব্দুলকাইয়ুম, মজিবুররহমান, ড. আজাদুলহক,সাধারণসম্পাদকআনোয়ারহোসেন,যুগ্ম-সম্পাদকরবিউলইসলাম, মো: কাউছারমিয়া, সাংগঠনিকসম্পাদকমনিরুলইসলাম, মহিলাসম্পাদীকাসাজেদাখানমপাপিয়া, সংগঠনেরখিলক্ষেত থানাশাখাসভাপতি মো:মাসুদ রানা,মোহাম্মদপুর থানাশাখাসভাপতিহারুনআলরশিদ, সাধারণসম্পাদকআবুজাফর রেজাঅলিভার,পল্লবী থানারসাধারণসম্পাদকইসহাকআলীমিয়াপ্রমুখ। – প্রেসবিজ্ঞপ্তি